সোমবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারকরা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার রায়ের প্রথম অংশ পাঠ করেন। পরে বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী রায়ের বাকি অংশ ঘোষণা করেন।
রায় ৪৫৩ পৃষ্ঠার এবং ছয়টি ভাগে বিভক্ত। এতে কোটা সংস্কার আন্দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে গুলি চালানোর বিস্তারিত বর্ণনা, সাক্ষীদের বিবৃতি, অডিও-ভিডিও প্রমাণ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রতিবেদন অন্তর্ভুক্ত রয়েছে।
ট্রাইব্যুনাল থেকে রায়ের কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়েছে।

