মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি:
মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম এর হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ঐতিহ্য গৌরব সংগ্রামসাফল্যের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে- কেন্দ্রীয় কর্মসূচি’র অংশ হিসেবে সিরাজগঞ্জে-ফ্রী মেডিকেল ক্যাম্প,স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন এবং রোগীদের মাঝে বিনামূল্যে ঔষধ দেওয়া হয়। উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন- সিরাজগঞ্জ সদর হাসপাতালের আরএমও ও জেলা ড্যাব নেতা ডাঃ শিমুল তালুকদার, ডাঃ রোকনুজ্জামান, ডাঃ রাকিব হাসান, ডাঃ হিমেল, ডাঃ আব্দুর রহিম প্রমুখ।
সিরাজগঞ্জ সদর উপজেলা যুবদল ও পৌর যুবদল এর আয়োজনে,
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০টা হতে দিনব্যাপী সিরাজগঞ্জ শহরের স্থানীয় পৌর ভাসানী মিলনায়তনে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন, সিরাজগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আলামিন খান ও সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ। এসময়ে এ কর্মসূচি পালনকালে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি হারুনর রশীদ খান হাসান, জেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক আতাউল্লাহ রাজু, সদর উপজেলা যুবদলের সভাপতি গোলাম কিবরিয়া বরাত, সাধারণ সম্পাদক তৌহিদ আলম, শহর যুবদলের সভাপতি সজিব খান, সাধারণ সম্পাদক আল আমিন প্রামানিক, যুগ্ন সাধারণ সম্পাদক আসলাম উদ্দীন প্রমুখ। এসময়ে যুবদলের নেতা-কর্মীরা, শিক্ষার্থী, নারীনেত্রী স্বেচ্ছায় রক্ত দান করেন এবং গরীব, অসহায় রোগীদের চিকিৎসা সেবা ও ঔষধ দেওয়া হয়।







