ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি তাঁর ব্যক্তিগত জীবন ও নানা কর্মকাণ্ডের কারণে প্রায়শই আলোচনা-সমালোচনার কেন্দ্রে থাকেন। সম্প্রতি নরসিংদীতে একটি বিউটি পার্লারের উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর খোলামেলা পোশাক নতুন করে সমালোচনার জন্ম দিয়েছে।
অনুষ্ঠানটির তারিখ জানা না গেলেও, সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও ও ছবিতে পরীমণিকে একটি সবুজ রঙের স্লিভলেস ওপেন গাউন পরিহিত অবস্থায় দেখা যায়।
জনসমক্ষে নায়িকার এমন পোশাক নির্বাচনকে ভালোভাবে গ্রহণ করেননি নেটিজেনরা। অনেকেই সামাজিক মাধ্যমে তাঁর ছবি-ভিডিওগুলো শেয়ার করে পোশাকের রুচি নিয়ে নেতিবাচক মন্তব্য করছেন। জনসমক্ষে অতিরিক্ত খোলামেলা পোশাক পরার বিষয়টি নিয়েই মূলত সমালোচনা তৈরি হয়েছে।
তবে পরীমণির ক্ষেত্রে এমন সমালোচনা নতুন নয়। সম্প্রতি রাজধানীর বসুন্ধরা এলাকায় একটি স্বর্ণের দোকান উদ্বোধন করতে গিয়েও তাঁর পোশাক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিল।
সমালোচনার মধ্যেও পরীমণি তাঁর পেশাগত কাজে মনোযোগ ধরে রেখেছেন।
তাঁর অভিনীত ‘ডোডোর গল্প’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।
নতুন বছরের ফেব্রুয়ারিতে শুরু হতে যাচ্ছে তাঁর নতুন রাজনৈতিক থ্রিলার সিনেমা ‘গোলাপ’-এর শুটিং। সামছুল হুদার পরিচালনায় এই সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করবেন নিরব হোসেন। অনিক বিশ্বাসের লেখা চিত্রনাট্যে নির্মিতব্য এই সিনেমাটি ছোট শহরের রাজনৈতিক বাস্তবতাকে কেন্দ্র করে তৈরি।

