লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) সংসদীয় আসনটি বিএনপি’র জন্য বড়ই সম্ভবনাময় একটি আসন। কিন্তু এই আসনে বিএনপি এখনো প্রার্থী চুড়ান্ত করে নি। এই আসনে মনোনয়ন পেতে সহ সভাপতি রোকন উদ্দিন বাবুল ও কালীগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক জাহাঙ্গীর আলম (চাচাতো জেঠাত ভাই)-র বিরোধের প্রকাশ্যে আসার কারণে বিষয়টি নিয়ে জেলা বিএনপির দপ্তর সম্পাদক জয়নুল আবেদীন স্বপন পক্ষ থেকে লিখিত জানানো হয়ে যে,
“আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আপনি যে ধরনের সভা সমাবেশ এর আয়োজন করছেন, তার ফলে তপমূল রাজনীতিতে নেত্যকর্মীদের মাঝে চরমভাবে বিরোধ ও বিভেদের সৃষ্টি হচ্ছে। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক মনোনয়ন সুনিশ্চিত না হওয়া পর্যন্ত ব্যক্তিগত জনসংযোগ ব্যতিত বিরোধ ও বিভেদের সৃষ্টি হয় এমন ধরনের সভা সমাবেশ না করার জন্য নির্দেশিত হয়ে অনুরোধ জানাচ্ছি।”
বিএনপির এই দলীয় রাজনৈতিক বিরোধের কারণে, সম্ভবনাময় এই আসনে বিএনপি’র তৃণমূল কর্মীদের দাবী দুই ভাই (বাবুল-জাহাঙ্গীর)-র পারিবারিক থেকে রাজনৈতিক বিরোধের কারণে এ আসনে বিএনপি-র নড়বড়ে অবস্থা । এ সুযোগের সৎব্যবহার করতে মাঠে ব্যাপক কাজ করে যাচ্ছেন জামায়াতের প্রার্থী ফিরোজ হায়দার লাভলু । নিজের শক্ত অবস্থানও জানান দিয়ে ব্যাপক গনসংযোগ করছেন।
তবে বিএনপি থেকে জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি সালেহ উদ্দিন আহমেদ হেলাল’র নাম শোনা গেলেও দীর্ঘদিন রাজনীতিতে নিক্রিয় থাকার কারণে তিনিও জন সাধারনের মাঝে তেমন সাড়া ফেলতে পারছেন না বলে স্থানীয়দের অভিমত।







