আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে পাকিস্তান সরকার যদি বর্জনের সিদ্ধান্ত নেয়, সে ক্ষেত্রে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) পূর্ণ সমর্থন দেবেন জাতীয় দলের ক্রিকেটাররা। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে বৈঠকে এমন অবস্থানের কথা জানিয়েছেন বিশ্বকাপ দলে থাকা খেলোয়াড়রা।
পাকিস্তানের গণমাধ্যমের খবরে বলা হয়, রোববার (২৫ জানুয়ারি) লাহোরে বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেন পিসিবি প্রধান। সেখানে বিশ্বকাপ প্রস্তুতির পাশাপাশি পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা হয়।
বৈঠকে ক্রিকেটাররা বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করে পিসিবির নীতিগত অবস্থানকে ইতিবাচকভাবে দেখছেন বলে জানান। এ সময় খেলোয়াড়দের পেশাদারিত্ব ও ঐক্যের প্রশংসা করেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি।
এর আগে এক সংবাদ সম্মেলনে নাকভি ইঙ্গিত দেন, বাংলাদেশকে অন্যায়ভাবে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার ঘটনায় পাকিস্তানও টুর্নামেন্ট বর্জনের পথে যেতে পারে। তিনি বলেন, বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারই নেবে এবং পিসিবি সরকারের নির্দেশনা অনুসরণ করবে। প্রধানমন্ত্রী দেশে ফেরার পর বিষয়টি নিয়ে চূড়ান্ত অবস্থান জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।
সূত্র জানায়, সোমবার (২৬ জানুয়ারি) পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে পারেন পিসিবি চেয়ারম্যান। ওই বৈঠকের পরই পাকিস্তান বিশ্বকাপে খেলবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
প্রসঙ্গত, নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করে গত ৩ জানুয়ারি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘোষণা দেয়। এর পরপরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, নিরাপত্তা শঙ্কার কারণে ভারত গিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে না বাংলাদেশ দল।
পরবর্তী সময়ে বিষয়টি নিয়ে আইসিসি ও বিসিবির মধ্যে একাধিক বৈঠক হয়। গত সপ্তাহে আইসিসির সভা শেষে বাংলাদেশকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য ২৪ ঘণ্টা সময় দেওয়া হলেও সরকার ও ক্রিকেট বোর্ড নিজেদের অবস্থানে অনড় থাকে।
এরপর বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। টাইগারদের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয়।

