সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) থেকে প্রার্থী হচ্ছেন জলি পাল। তিনি সিপিবি মৌলভীবাজার জেলা কমিটির শ্রীমঙ্গল উপজেলা সাধারণ সম্পাদক এবং দীর্ঘদিন ধরে শ্রমিক অধিকার ও পরিবেশ আন্দোলনে সক্রিয়।
জলি পাল জানান,তাঁর মূল অঙ্গীকার শ্রমজীবী মানুষের অধিকার সুরক্ষা,বৈষম্য দূরীকরণ এবং বাম গণতান্ত্রিক রাজনীতি শক্তিশালী করা। তাঁর ভাষায়, জনগণের সচেতন অংশগ্রহণই পরিবর্তনের পথ তৈরি করতে পারে।
পরিবেশ রক্ষায়ও দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি। “লাউড়াছড়া বন ও জীববৈচিত্র্য রক্ষা আন্দোলন”-এর আহ্বায়ক হিসেবে স্থানীয় বন ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে নেতৃত্ব দিচ্ছেন। প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্কের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন,প্রকৃতি রক্ষা আগামী প্রজন্মের জন্য বিনিয়োগ।
সিপিবি মৌলভীবাজার জেলা কমিটি তাঁর নির্বাচনী প্রচারণায় আনুষ্ঠানিক সমর্থন জানিয়েছে। জলি পাল ভোটারদের সক্রিয় অংশগ্রহণ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

