ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির কাঁঠালিয়ায় সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মকবুল হোসেন এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের অফিসকক্ষে এ মতবিনিময় সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দের সাথে পরিচিত ও সংগঠনের সার্বিক কর্মকান্ড সম্পর্কে অবহিত হন। পরে তিনি সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা দুপ্রক সভাপতি ও আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আবদুল হালিম, সহ-সভাপতি মো. ইদ্রিস মিয়া ও সেলিনা বেগম পাপরী, সাধারণ সম্পাদক খন্দকার মোস্তফা কামাল, সদস্য ডাঃ দিলীপ চন্দ্র হাওলাদার, মো. সাকিবুজ্জামান সবুর, সালমা পারভীন, অমিত হাসান তুহিন প্রমুখ।
মতবিনিময় সভার পূর্বে দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) নেতৃবৃন্দ নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মকবুল হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান।

