আবু রায়হান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে শেখ হাসিনাকে নিয়ে রচিত একটি গান ও সেটির সঙ্গে নৃত্য পরিবেশনের ঘটনায় পুরো আয়োজনকে ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে।
আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত “প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী–২০২৫” উদ্বোধন অনুষ্ঠানে একজন শিল্পীর গাওয়া ওই রাজনৈতিক গানটির সঙ্গে নৃত্য পরিবেশন করেন সাদিয়া রহমান রিভি নামের এক শিক্ষার্থী। গানের একাংশে শেখ হাসিনাকে ‘বঙ্গকন্যা’ হিসেবে উল্লেখ করা হয়।
ঘটনার সময় উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তাসহ অন্যান্য অতিথিরা বিষয়টি টের পাওয়ার আগেই বিএনপির কয়েকজন কর্মী ও সমর্থক উচ্চস্বরে প্রতিবাদ জানান। পরে তারা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
এ বিষয়ে উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক ফিরোজ অভিযোগ করেন, “ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা এখনো রয়ে গেছে।” তিনি আরও দাবি করেন, সংশ্লিষ্ট ইউএনও পূর্বেও বিভিন্ন বিতর্কিত ঘটনায় জড়িত ছিলেন।
এ বিষয়ে জানতে প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. আবু রায়হানকে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফলে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।







