কাজী মফিকুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া–৪ (কসবা–আখাউড়া) আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে তীব্র বিরোধ দেখা দিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রার্থিতা নিয়ে আওয়ামী রাজনীতির বাইরে এবার বিএনপির ভেতরেই দ্বিধাবিভক্তি তৈরি হয়েছে। মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে দলের একাংশ রাজপথে আন্দোলন করছে।
জানা গেছে, এই আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমানকে দলীয়ভাবে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়। কিন্তু বিএনপির বর্তমান নেতৃত্বের (একাংশ) নেতাকর্মীরা তাকে মেনে নিতে পারছেন না। তৃণমূল পর্যায়ের বহু নেতা-কর্মী তাকে পরিবর্তন করে জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূইয়াকে মনোনয়ন দেওয়ার দাবি তুলেছেন।
প্রাথমিক মনোনয়ন ঘোষণার দিন থেকেই কসবা ও আখাউড়ায় প্রার্থী পরিবর্তনের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছে একাংশের নেতাকর্মীরা। এমনকি ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে দুই পক্ষই পৃথক কর্মসূচি পালন করে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে।
এদিকে বুধবার সন্ধ্যায় আখাউড়া-আগরতলা সড়কের নারায়ণপুর বাইপাস এলাকায় কবির আহমেদ ভূইয়ার সমর্থনে বড় ধরনের মশাল মিছিল বের করা হয়। উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। কসবা উপজেলাতেও একই ধরনের কর্মসূচি আয়োজনের প্রস্তুতি চলছে।
মশাল মিছিল শেষে সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন আব্দু। বক্তব্য দেন বাহার মিয়া, ডা. খোরশেদ আলম ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি সেলিম মিয়া, সাধারণ সম্পাদক আক্তার হোসেন খানসহ স্থানীয় নেতারা।
বক্তারা অভিযোগ করেন, “দলের দুর্দিনে পাশে থাকা নেতাকে বাদ দিয়ে দেশের বাইরে থাকা একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে।
তারা হুঁশিয়ারি দেন, দ্রুত মনোনয়ন পরিবর্তন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

