যুগের পর যুগ ন্যায্য পানির হিস্যা না পাওয়ায় শুকিয়ে যাচ্ছে পদ্মাসহ দেশের বিভিন্ন নদ-নদী। শুষ্ক মৌসুমে নাব্য সংকট, আর বর্ষায় ভয়াবহ ভাঙনে হাজারো মানুষের বসতভিটা নদীগর্ভে হারিয়ে যাওয়ার এই দীর্ঘস্থায়ী সংকটের প্রতিবাদে ‘চলো জি ভাই, হাঁরঘে পদ্মা বাঁচাই’ স্লোগানে আজ বৃহৎ গণসমাবেশ করতে যাচ্ছে বিএনপি।
শনিবার (১৫ নভেম্বর) দুপুর ২টায় চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এ গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সমাবেশের আগে মহানন্দা নদীর পাড়ে একটি সংক্ষিপ্ত কর্মসূচিতেও যোগ দেবেন তিনি। উপস্থিত থাকবেন রাজশাহী বিভাগের বিএনপির মনোনীত প্রার্থীরাও।
সমাবেশকে কেন্দ্র করে কলেজ মাঠ ও আশপাশের এলাকা ইতোমধ্যে কর্মী-সমর্থকদের ভিড়ে উৎসবমুখর হয়ে উঠেছে। মাঠের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছে বিএনপির স্বেচ্ছাসেবক দল।
পুরো শহরজুড়ে টাঙানো হয়েছে ব্যানার, ফেস্টুন ও পোস্টার। বিভিন্ন মোড়ে মাইকিং করে জানানো হচ্ছে সমাবেশের সময়সূচি ও নেতাদের বক্তব্যের বিষয়বস্তু।
উল্লেখ্য, তিস্তার ন্যায্য পানির দাবিতে চলতি বছর বিএনপি একাধিক কর্মসূচি পালন করেছে। দলটির দাবি— নদীভাঙন, পানিবণ্টন বৈষম্য এবং সীমান্তনদী ব্যবস্থাপনার সংকট সমাধানে শক্ত অবস্থান গ্রহণ জরুরি।
