ময়মনসিংহ নগরে ফেসবুকে ভুয়া ‘টু–লেট’ বিজ্ঞাপনের মাধ্যমে ডেকে নিয়ে এক কলেজছাত্রকে আটকে মারধর করেছে প্রতারক চক্র। তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় মুঠোফোন, ল্যাপটপ ও নগদ ২৫ হাজার টাকা। পরে হুমকি দিয়ে ছেড়ে দেওয়া হয় তাকে।
ভুক্তভোগী নাজমুল হাসান (২৩) আনন্দ মোহন কলেজের গণিত বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি জামালপুরের সরিষাবাড়ীর বাসিন্দা এবং বর্তমানে ময়মনসিংহ শহরে মেসে থাকেন।
ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দিলে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে অভিযান চালিয়ে প্রতারক চক্রের দুই নারী সদস্যকে আটক করে পুলিশ। আটকরা হলেন—সাদিয়া জাহান মেঘলা (২১) ও ফারিয়া আক্তার পায়েল (১৯)। তারা কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বাসিন্দা এবং দুজনই কলেজপড়ুয়া শিক্ষার্থী।
পুলিশ জানায়, এ চক্রে চারজন তরুণী ও চারজন তরুণ জড়িত। তারা শিক্ষার্থী পরিচয়েই ভুয়া বিজ্ঞাপন দিয়ে ভুক্তভোগীদের ফাঁদে ফেলত। আটক দুই তরুণীর কাছ থেকে নাজমুলের মুঠোফোন ও ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শিবিরুল ইসলাম বলেন, চক্রের অন্য সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। আটক দুজনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার আদালতে সোপর্দ করা হবে।
