অ্যাকাউন্টস বিভাগ থেকে দেড় কোটি টাকা চুরি ও লুটপাটের ঘটনায় সিটি ইউনিভার্সিটি প্রশাসনের অভিযোগকে ‘মিথ্যাচার’ বলে অভিহিত করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম আর কবির। মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
ড. কবির বলেন, “সিটি ইউনিভার্সিটিতে ভাঙচুর বা অগ্নিসংযোগের বিষয়ে এখনই কিছু বলতে চাই না। আমাদের শিক্ষার্থীরা এতে জড়িত কি না, নাকি বহিরাগত কেউ ছিল—তা তদন্তের মাধ্যমেই স্পষ্ট হবে।” তিনি জানান, ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যা এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেবে।
ক্ষতিপূরণ প্রসঙ্গে উপাচার্য বলেন, “শুধু ভাঙচুর বা গাড়ি পোড়ানো নয়, যারা ড্যাফোডিলের শিক্ষার্থীদের জিম্মি করে মারধর করেছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। ইউজিসি তদন্ত করে ন্যায়বিচার নিশ্চিত করবে বলে আমরা আশা করি।”
উল্লেখ্য, গত রোববার রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় থুথু ফেলাকে কেন্দ্র করে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। পরে রাতভর উভয় পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।







