চট্টগ্রামের কর্ণফুলীতে ‘নিষিদ্ধ ঘোষিত’ সংগঠনের নেতাকর্মীদের বাসা বা ফ্ল্যাট ভাড়া না দেওয়ার আহ্বান জানিয়ে এলাকায় মাইকিং করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে কর্ণফুলী থানা কর্তৃপক্ষ এই ঘোষণা দেন।
ঘোষণার একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে, যা ব্যাপক আলোচনার সৃষ্টি করে। এক মিনিট ১৭ সেকেন্ডের ভিডিওতে লুঙ্গি এবং জার্সি পরা এক যুবককে সিএনজিচালিত অটোরিকশা থেকে এই ঘোষণা করতে দেখা যায়।
ভিডিওতে যুবকের বক্তব্যের অংশ:
“কর্ণফুলী এলাকার সকল বাড়ির মালিকদের জানানো যাচ্ছে যে, এলাকায় নতুন কোনো ভাড়াটিয়া ভাড়া নিতে এলে আগে তাদের আইডি কার্ডসহ অন্যান্য ডকুমেন্টস থানায় জমা দিতে হবে। কোনো নিষিদ্ধঘোষিত দলের লোকজনকে বাসা ভাড়া দেওয়া যাবে না। যদি কোনো ভাড়াটিয়া নিষিদ্ধঘোষিত দলের হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে আটক হয়; তাহলে সেই বাড়ির মালিককে সন্ত্রাসী কর্মকাণ্ডের সহযোগী হিসেবে আটক করা হবে। নির্দেশক্রমে সিএমপি, কর্ণফুলী থানা।”
একই সঙ্গে মাইকে ঘোষণা দেওয়া হয়,
“নির্দেশ অমান্য করে নিষিদ্ধ সংগঠন (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগের নেতাকর্মীর কাউকে ভাড়া দিলে বাড়ির মালিকের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ বলেন, “এটি একটি ভুল বোঝাবুঝি ছিল যা পরে সংশোধন করা হয়েছে। এর অর্থ ছিল সাধারণভাবে সরকার-নিষিদ্ধ সকল সংগঠন, কোনও নির্দিষ্ট দল নয়।”