জামালপুর জেলা প্রতিনিধি :
প্রেমের টানে দীর্ঘ পথ পারি দিয়ে জামালপুরে ছুটে এসেছেন এক চীনা নাগরিক। ভালোবাসার মূল্য দিতে গিয়েই তিনি নিজের মাতৃভূমি ত্যাগ করে ছুটে এসেছেন বাংলাদেশে । ঘটনার বিষয় জামালপুরের এক কিশোরী এবং চীনের এক নাগরিকের মধ্যে সোসাল মিডিয়ার প্রেম।
জানা যায়, জামালপুর সদর উপজেলার ভাটি জামিরা গ্রামের ডালিম মিয়ার কন্যা মীম (১৮) সাথে পরিচয় হয় চীনের সিচুয়ান প্রদেশের যুবক ওয়াং নাংয়ের । তাদের পরিচয়ের প্রধান মাধ্যম ফেসবুক। কথোপকথনের একপর্যায়ে গড়ে উঠে প্রেমের সম্পর্ক । প্রেমের টানে চীনের নাগরিক ওয়াং নাং জামালপুরে চলে আসেন ।
কন্যা পক্ষকে বিয়ের প্রস্তাব দেয়। রাজি হয় কন্যা পক্ষ। কিন্তু বাধা হয় দাড়ায় ধর্ম। চীনা নাগরিক ওয়াং নাং মুসলমান ধর্ম গ্রহনে অসম্মতি জানায়। এই নিয়ে চলে টানাটানি। ওয়াং নাং সাফ জানিয়ে দেয় বিয়ে করবে কিন্তু নিজ ধর্ম ত্যাগ করবে না।বিষয়টি জানাজানি হওয়ার পর সদর থানার পুলিশ তাকে উদ্ধার করে দেশে ফিরে যাওয়ার পরামর্শ দেন। পুলিশের পরামর্শে ওয়াং নাং জামালপুর ত্যাগ করেন।

