মোঃ মনির হোসেন সোহেল,চাটখিল প্রতিনিধি:
হেফজখানার নিয়ম অনুযায়ী ভোর রাতে উঠে, ওজু শেষ করে, তাহাজ্জুদ নামাজের শেষ বৈঠকে মেঝেতে লুটিয়ে পড়লেন আকরাম হোসেন (১২)।
পাশে থাকা সহপাঠী বুকে জড়িয়ে ধরতে বার বার দীর্ঘশাঃস পেলছেন শিশু আকরাম। কিন্তু, মুহূর্তে কিছু বুঝে উঠার আগেই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন না ফেরার দেশে।
এমন বিস্ময়কর ঘটনাটি ঘটেছে ২৯ নভেম্বর (শুক্রবার) দিবাগত
ভোররাতে নোয়াখালী জেলার চাটখিল উপজেলার উত্তর সাধুরখিল গ্রামের বিষ্ণুরামপুর হাফিজিয়া নূরানী মাদ্রাসায়।
মাদ্রাসার প্রধান শিক্ষক, হাফেজ মাওলানা মহিন উদ্দিন জানিয়েছেন, প্রতিদিনের মত স্বাভাবিকভাবেই ওযু করেই তাহাজ্জুদ পড়ছিলেন আকরাম হোসেন। নামাজরত অবস্থায় নামাজের শেষ বৈঠকে মৃত্যুর কোলে ঢলে পড়েন আকরাম হোসেন।
এমন বিস্ময়কর মৃত্যুতে মাদ্রাসার আশপাশের সাধারণ মানুষ, সহপাঠী ও শিক্ষকদের আহাজারিতে ভারী হয়ে উঠে পরিবেশ। শিক্ষকরা আরো জানিয়েছেন, তারা একজন ভদ্র, নম্র এবং মেধাবী শিক্ষার্থীকে হারিয়েছেন। আকরামের মৃত্যু সহপাঠীরা করছেন কান্না কাঠি।
নিহত আকরামের বাড়ি লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার ওমর ফারুকের সন্তান। নিহত আকরাম এর মামা হাফেজ মাওলানা বোরহান উদ্দিন একই মাদরাসা শিক্ষকতা করতেন। পরে, মাদরাসা জানাজা শেষে, পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়। লক্ষীপুর জেলায় কমলনগর উপজেলায় পারিবারিক কবরে সমাহিত করা হয়।

