আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সশস্ত্র বাহিনীর সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের বিকল্প নেই।
বুধবার (৩ ডিসেম্বর) মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) আয়োজিত ন্যাশনাল ডিফেন্স কোর্স–২০২৫ এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, দেশের উন্নয়ন কর্মকাণ্ড, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, সামাজিক ও গঠনমূলক নানা কাজে সশস্ত্র বাহিনীর ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। জাতীয় নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতেও সশস্ত্র বাহিনীর পেশাদার সহায়তা প্রত্যাশা করা হচ্ছে।
তিনি আরও বলেন, “এই নির্বাচন হতে হবে সকলের অংশগ্রহণে বিশ্বাসযোগ্য একটি নির্বাচন। জনগণের ভোটাধিকার প্রয়োগের নিরাপদ পরিবেশ নিশ্চিত করাই বর্তমান সরকারের অগ্রাধিকার।
সমাপনী অনুষ্ঠানে বক্তৃতার শুরুতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন প্রধান উপদেষ্টা।
চলতি বছরে ‘এনডিসি ২০২৫’ কোর্সে অংশ নেন মোট ৯৬ জন কোর্স সদস্য। এর মধ্যে ভ্রাতৃপ্রতিম ১৮টি দেশের ২৯ জন সদস্য ছিলেন। অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, কূটনীতিক, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা এবং অতিথিরা উপস্থিত ছিলেন।

