ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে এক নতুন সমীকরণ তৈরি হতে যাচ্ছে। জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ও চিত্রনায়িকা পরীমণি প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বাঁধছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছোটগল্প ‘শাস্তি’ অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করতে যাচ্ছেন নির্মাতা লিসা গাজী।
নির্মাতা লিসা গাজী আজ সোমবার (১৯ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে এই প্রজেক্টের ঘোষণা দেবেন। তবে এটি কোনো সাধারণ পুনর্নির্মাণ নয়। রবী ঠাকুরের মূল গল্পের নির্যাস ঠিক রেখে সমসাময়িক ভাষা ও আধুনিক বাস্তবতায় গল্পটিকে নতুনভাবে সাজানো হয়েছে। চলচ্চিত্রে নারীর সামাজিক অবস্থান, নৈতিক সংকট এবং নীরবতার শক্তিকে প্রধান উপজীব্য হিসেবে তুলে ধরা হবে।
ইতিহাস ঘাটলে দেখা যায়, ২০০৪ সালে প্রখ্যাত নির্মাতা চাষী নজরুল ইসলাম একই গল্প নিয়ে ‘শাস্তি’ নির্মাণ করেছিলেন। সেখানে অভিনয় করেছিলেন রিয়াজ ও পূর্ণিমা, যা দর্শক মহলে ব্যাপক সমাদৃত হয়েছিল। দীর্ঘ ২২ বছর পর সেই একই গল্পের গভীরতা নিয়ে পর্দায় আসছেন চঞ্চল ও পরীমণি।
চঞ্চল চৌধুরীর শক্তিশালী অভিনয় এবং পরীমণির গ্ল্যামার ও পারফরম্যান্সের মিশ্রণ দর্শকদের জন্য নতুন এক অভিজ্ঞতা হবে। একাধিক প্রযোজনা প্রতিষ্ঠানের সম্মিলিত বিনিয়োগে এটি একটি বড় ক্যানভাসের সিনেমা হতে যাচ্ছে।
নির্মাতা লিসা গাজীর মতে, পুরোনো আখ্যানকে বর্তমান সময়ের দৃষ্টিভঙ্গিতে সেলুলয়েডে ফুটিয়ে তোলা হবে।
চঞ্চল চৌধুরী ও পরীমণির মতো দুই মেধাবী তারকার হাত ধরে রবীন্দ্রনাথের চরিত্রগুলো নতুন করে প্রাণ ফিরে পাবে—এমনটাই প্রত্যাশা করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। খুব শীঘ্রই ছবিটির শুটিং ও মুক্তির তারিখ জানানো হবে।

