শাব্বির এলাহী , মৌলভীবাজার:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণসহ মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের টিচার্স মিলনায়তনে হোসাইন ফাউন্ডেশনের উদ্যোগে এ সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক, কবি ও লেখক মোঃ আমিনুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবী ও শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইয়াকুব আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ও শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি প্রভাষক মোঃ আব্দুল করিম।অনুষ্ঠানে হোসাইন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী কাউন্সিল কায়সার মাহমুদ হোসাইন লিমন ফাউন্ডেশনের কার্যক্রম তুলে ধরেন।এছাড়াও ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এসময় শ্রীমঙ্গলের পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি উত্তীর্ণসহ বেশ কয়েকজন দারিদ্র্য শিক্ষার্থীর হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।