কুমিল্লার হোমনায় ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে চারটি মাজারসহ কয়েকটি স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাতনামা দুই হাজার ২০০ জন গ্রামবাসীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার রাতেই হোমনা থানার এসআই তাপস কুমার সরকার বাদী হয়ে মামলা দায়ের করেন।
শুক্রবার সকালে থানার ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম জানান, এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
ঘটনার সূত্রপাত হয় বুধবার সকালে, যখন একটি ফেসবুক আইডি থেকে ধর্ম অবমাননাকর পোস্ট দেওয়া হয়। এতে ক্ষুব্ধ জনতা থানার সামনে বিক্ষোভ করে ওই যুবকের শাস্তি দাবি করে। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই যুবককে গ্রেপ্তার করে। তাকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়।
এরপর বৃহস্পতিবার সকাল থেকে মাইকে ঘোষণা দিয়ে গ্রামবাসী আসাদপুরের কফিল উদ্দিন শাহ ও হাওয়ালি শাহ মাজারে আগুন এবং কালাই শাহ ও আবদু শাহ মাজারে হামলা চালায়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কুমিল্লার পুলিশ সুপার মো. নাজির আহমেদ খান বলেন, ফেসবুকে আপত্তিকর পোস্টের ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মাজারে হামলাকারীদেরও শনাক্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।