ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশজুড়ে বইছে নির্বাচনী হাওয়া। উৎসবমুখর পরিবেশে চলছে ভোটের প্রচার-প্রচারণা। সারাদেশের মতো বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনেও জোরেশোরে এগিয়ে চলছে নির্বাচনী কার্যক্রম।
পোস্টারবিহীন প্রচারণা হলেও ভোটের আনন্দ ও উৎসাহে কোনো ঘাটতি নেই। সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থী ও নেতাকর্মীরা ভোটারদের সঙ্গে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। বিকেলের পর শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলছে উঠান বৈঠক।
এরই ধারাবাহিকতায় সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় বাকেরগঞ্জ উপজেলার গারুরিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাকেরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হারুন অর রশীদ জমাদ্দার বলেন, গণতান্ত্রিক ধারা পুনরুদ্ধারে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, “নিজ নিজ এলাকার নির্বাচনী আসনকে তারেক রহমানের আসন মনে করে ভোটের প্রচারণায় ঝাঁপিয়ে পড়তে হবে।”
তিনি আরও বলেন, সাধারণ মানুষের কাছে পৌঁছে বিএনপির রাজনীতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরতে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং নির্বাচনী কার্যক্রম জোরদারে অঙ্গীকার ব্যক্ত করেন।

