প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির প্রভাবে চীনে টানা দুই মাস ধরে পণ্য উৎপাদন কমছে।
আজ সোমবার মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গের বরাত দিয়ে চীনের সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ডিসেম্বরের মতো জানুয়ারিতেও চীনের কারখানাগুলোয় অপ্রত্যাশিতভাবে উৎপাদন কমেছে। ফলে চীন সরকারকে আর্থিক প্রণোদনার উদ্যোগ নিতে হতে পারে।
বাজার বিশ্লেষণ প্রতিষ্ঠান কাইজিন ইনসাইট গ্রুপের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ওয়াং ঝি এক বার্তায় বলেন, ‘সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বেকারত্ব বেড়ে যাবে। রপ্তানির পাশাপাশি পণ্যের দাম কমবে।’
![](https://bangla.fm/wp-content/uploads/2025/02/image-11.png)
বৈদেশিক বাণিজ্যে অনিশ্চয়তা বেড়ে যাওয়ায় চীনের রপ্তানি পরিবেশ খারাপ হতে পারে। এমন পরিস্থিতিতে চীনের অর্থনৈতিক সংকট প্রকট হবে বলেও বার্তায় জানানো হয়।
এতে আরও বলা হয়, টানা দ্বিতীয় মাসের মতো গত জানুয়ারিতে চীনা পণ্যের দাম কমেছে। ২০২৩ সালের জুলাইয়ের পর এত দাম কমল। কারখানার মালিকরা মনে করছেন, পণ্যের দাম কমলে বিক্রি কিছুটা বেড়ে যেতে পারে।
চীনে নববর্ষ উপলক্ষে লাখ লাখ শ্রমিক গ্রামে ছুটি কাটাতে যাওয়ায় এখন অনেক কারখানা বন্ধ। আশঙ্কা করা হচ্ছে, নতুন বছরের শুরুতেই অর্থনৈতিক সংকটে পড়তে যাচ্ছে চীন।