ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার নওপাড়া এলাকায় যাত্রীবাহী বাস ও ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আজ শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে বাসের অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন।
নিহতরা হলেন ট্রাকচালক রাশেদ শেখ (২৮) এবং হেলপার নবীন শেখ (২২)। তাদের দুজনের বাড়ি ফরিদপুর সদর কোতোয়ালি থানার কমলাপুর ধলার মোড় এলাকায় বলে নিশ্চিত করেছে পুলিশ।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের এসআই মামুন জানান, ফরিদপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ভাঙ্গাগামী একটি ইটবোঝাই ট্রাকের প্রচণ্ড সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা উদ্ধার অভিযান চালান। দুর্ঘটনাকবলিত ট্রাকের ভেতর থেকে চালক ও হেলপারের মরদেহ উদ্ধার করা হয়।
আহত ৩০ জনকে উদ্ধার করে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ট্রাকের অপর এক আহত হেলপার রহমান জানান, ভোরে ইট লোড করার পর মূল চালকের আসতে দেরি হওয়ায় হেলপার দিয়েই ট্রাকটি চালিয়ে ভাঙ্গার দিকে নিয়ে আসা হচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সঙ্গে এই সংঘর্ষ ঘটে।
দুর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ রেকারের সাহায্যে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে নিলে দুপুর নাগাদ যান চলাচল স্বাভাবিক হয়। ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল আলিম জানান, মরদেহ দুটি আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের কাজ চলছে।

