শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের শরণখোলায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা মোঃ তোফাজ্জেল বেপারীকে (৮০)। রোববার সকালে বকুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়।
এর আগে গত ১১ অক্টোবর দুপুরে চিকিৎসাধীন অবস্থায় খুলনার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। তিনি দীর্ঘদিন শরণখোলা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতির দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে স্ত্রী, চার পুত্র ও দুই কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের সময় উপস্থিত ছিলেন শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল্লাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আব্দুল হাই, যুদ্ধকালীন সহযোদ্ধা মুক্তিযোদ্ধাবৃন্দ, স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
তাঁর মৃত্যুতে শরণখোলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এলাকার সর্বস্তরের মানুষ বীর এই মুক্তিযোদ্ধার আত্মার মাগফেরাত কামনা করেছেন।