অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আটক ১৯ বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রামের আমানগন্ডা সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়।
ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ১০ জন পুরুষ, ৮ জন নারী ও ১টি শিশু রয়েছে।
কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, বিএসএফের পক্ষ থেকে বিষয়টি জানানো হলে যাচাই-বাছাই শেষে তারা বাংলাদেশি নাগরিক বলে প্রমাণিত হয়। এরপর দুপুর ১টার দিকে সীমান্ত পিলার ২১০৪/৭-এস এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদের আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
হস্তান্তর অনুষ্ঠানে বিজিবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রামের আমানগন্ডা বিওপির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো. মোস্তফা। বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ত্রিপুরা রাজ্যের দক্ষিণ ভবানীপুর নিউনিদিয়া ক্যাম্পের কমান্ডার দীপংকর সাহা।
সূত্র জানায়, ফেরত আসা বাংলাদেশিরা বিভিন্ন সময়ে অবৈধপথে ভারতে অনুপ্রবেশ করে দেশটির পুলিশের হাতে গ্রেপ্তার হন এবং পরে বিভিন্ন কারাগারে সাজা ভোগ করেন।
বিজিবি অধিনায়ক আরও জানান, ফেরত আসা প্রত্যেকের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করে তাদের চৌদ্দগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
 
			 
			






