ক্রাইম রিপোর্টার:
রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় চলন্ত বাস থেকে ফেলে দিয়ে মো. আলাউদ্দিন (৩৪) নামে এক যুবককে হত্যার ঘটনায় মূল পরিকল্পনাকারী ও ঘাতক বাসচালক মো. রুবেল ইসলামকে (২৯) গ্রেফতার করেছে র্যাব।
রবিবার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টা ৫ মিনিটে গাজীপুরের কাশিমপুর থানাধীন লতিফপুর এলাকা থেকে র্যাব-৫ ও র্যাব-১ এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রুবেল ইসলাম রাজশাহী জেলার গোদাগাড়ী থানার চকপাড়া গ্রামের ওয়াজেদ আলীর ছেলে।
মামলার এজাহার ও র্যাব সূত্রে জানা গেছে, গত ৩০ নভেম্বর ২০২৫ বিকেলে ভিকটিম মো. আলাউদ্দিন তার বোন ও ভাগ্নেকে নিয়ে গোদাগাড়ী যাওয়ার উদ্দেশ্যে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গার লিলি হল মোড় থেকে ‘রাহুল ডিলাক্স’ (চট্টগ্রাম মেট্রো-ব ১১-০৭৮০) নামের একটি বাসে ওঠেন।
বাসে বসার সিট নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে বাসের চালক, হেলপার ও সুপারভাইজার আলাউদ্দিনকে মারধর করে। একপর্যায়ে চালক রুবেল ইসলামের নির্দেশে হেলপার ও সুপারভাইজার চলন্ত বাস থেকে তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন।
পরে স্থানীয়দের সহায়তায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় পহেলা ডিসেম্বর তার মৃত্যু হয়।
এ ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর নিহতের ভাই দুলাল হোসেন বাদী হয়ে কাশিয়াডাঙ্গা থানায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই অভিযুক্তরা পলাতক ছিল।
র্যাব-৫ জানিয়েছে, ঘটনার পর থেকেই অভিযুক্তদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় মূল ঘাতক চালকের অবস্থান শনাক্ত করে গাজীপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল ইসলাম হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী জেলার চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব।

