বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ঘিরে বিতর্ক যেন থামছেই না। দেশের গণ্ডি পেরিয়ে এবার সেই বিতর্কের প্রতিধ্বনি উঠেছে আন্তর্জাতিক অঙ্গনেও। ব্রিটিশ প্রভাবশালী ক্রিকেট সাময়িকী ‘দ্য ক্রিকেটার’ প্রকাশিত এক পর্যালোচনায় বিশ্বের আইসিসি স্বীকৃত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগগুলোর মধ্যে সবচেয়ে নিচের অবস্থানে রাখা হয়েছে বিপিএলকে।
‘দ্য ক্রিকেটার’-এর করা র্যাংকিং অনুযায়ী, আইসিসি স্বীকৃত মোট ১০টি ফ্র্যাঞ্চাইজি লিগের মধ্যে দশম, অর্থাৎ একেবারে তলানিতে রয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। এই র্যাংকিংয়ে বিপিএলকে কার্যত বিশ্বের ‘সবচেয়ে বাজে’ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এই পর্যালোচনা করা হয়েছে চারটি নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে। সেগুলো হলো—
বিনোদনমূল্য, খেলার মান, গ্রহণযোগ্যতা বা স্থায়িত্ব, এবং সামগ্রিক অবস্থান।
এই চার ক্যাটাগরির মধ্যে তিনটিতেই বিপিএল পেয়েছে সর্বনিম্ন স্কোর। শুধু গ্রহণযোগ্যতা বা স্থায়িত্বের ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতের আইএল টি–২০ লিগ দশম অবস্থানে থাকলেও, বিপিএল সেখানে রয়েছে নবম স্থানে।
সামগ্রিক বিচারে দেখা গেছে, বিপিএলের চেয়ে এগিয়ে রয়েছে শ্রীলঙ্কার লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) এবং এমনকি যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট (এমএলসি)-ও। অর্থাৎ ক্রিকেট পরাশক্তি না হওয়া দেশগুলোর নতুন লিগও মান ও ব্যবস্থাপনায় বিপিএলের চেয়ে ভালো অবস্থানে রয়েছে বলে মত দিয়েছে ‘দ্য ক্রিকেটার’।
র্যাংকিংয়ের শীর্ষে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় ও জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। তার ঠিক পরেই অবস্থান করছে দক্ষিণ আফ্রিকার এসএ টি-টোয়েন্টি। প্রতিবেদনে বলা হয়, ক্রিকেটের মান ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার দিক থেকে আইপিএল সবার ওপরে থাকলেও, বিনোদনমূল্যের বিচারে এসএ টি-টোয়েন্টিকে এক নম্বর হিসেবে মূল্যায়ন করা হয়েছে।
এই তালিকায় আইপিএল, বিগ ব্যাশ, দ্য হানড্রেড, এসএ টি-টোয়েন্টি—সবকিছুর পেছনেই পড়ে গেছে বিপিএল। এমনকি কাঠামোগতভাবে অপেক্ষাকৃত নতুন লিগগুলোর কাছেও পিছিয়ে পড়েছে বাংলাদেশের ঘরোয়া এই ফ্র্যাঞ্চাইজি আসর।
‘দ্য ক্রিকেটার’ তাদের প্রতিবেদনে আরও উল্লেখ করেছে, আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বিপিএল ও এলপিএলের নিম্ন রেটিং পাওয়ার অন্যতম বড় কারণ। সাময়িকীটি জানায়, এই দুটি টুর্নামেন্টের সঙ্গেই দীর্ঘদিন ধরে পারিশ্রমিক জটিলতা, ফ্র্যাঞ্চাইজি সংকট, অনিশ্চিত সূচি এবং আর্থিক স্বচ্ছতার অভাবের অভিযোগ লেগে আছে।
প্রতিবেদনে বলা হয়েছে,
‘সবচেয়ে নিচে থাকা দুটি টুর্নামেন্ট—লঙ্কান প্রিমিয়ার লিগ এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ—দুটোর ক্ষেত্রেই আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ দীর্ঘদিন ধরে বিদ্যমান।’
বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক গণমাধ্যমে এ ধরনের মূল্যায়ন বিপিএলের ভাবমূর্তিকে আরও প্রশ্নবিদ্ধ করল। একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লিগ পরিচালনা, ফ্র্যাঞ্চাইজি নির্বাচন এবং আর্থিক ব্যবস্থাপনা নিয়েও নতুন করে সমালোচনার জন্ম দিয়েছে এই র্যাংকিং।

