অভিনয়ে ফিরছেন বলিউড ও দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ। খবরটি অনেককেই অবাক করেছে, কারণ দীর্ঘদিন ধরেই ধারণা করা হচ্ছিল, তিনি আর হয়তো ক্যামেরার সামনে ফিরবেন না।
এই সন্দেহের কারণ ছিল তাঁর ব্যক্তিগত জীবন। প্রথম সন্তান কোয়ার জন্মের পর পোস্টপার্টাম ডিপ্রেশনে ভুগতে শুরু করেছিলেন ইলিয়ানা। এতটাই অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন যে, সন্তানের যত্ন নিয়েও অপরাধবোধে ভুগতেন তিনি। বিভিন্ন সাক্ষাৎকারে নিজেই সেই অভিজ্ঞতার কথা শেয়ার করেছিলেন। তাই সম্প্রতি আবার দ্বিতীয়বার মা হওয়ার পর অনেকেই ধরে নিয়েছিলেন, এবার তিনি পুরোপুরি সিনেমা থেকে দূরে থাকবেন।
কিন্তু সে ধারণা ভুল প্রমাণ করে ফেরার ঘোষণা দিলেন অভিনেত্রী নিজেই। চলতি বছরের ১৯ জুন দ্বিতীয় সন্তান কিয়ানু রাফে ডোলানের জন্ম দিয়েছেন তিনি। সন্তানের বয়স দুই মাস পূর্ণ হওয়ার আগেই অভিনয়ে ফেরার পরিকল্পনার কথা খোলাখুলি জানালেন ইলিয়ানা।
সম্প্রতি নেহা ধুপিয়ার আয়োজিত ‘ফ্রিডম টু ফিড’ লাইভ সেশনে অংশ নিয়ে মাতৃত্বকালীন অভিজ্ঞতা এবং ক্যারিয়ার নিয়ে নিজের ভাবনা প্রকাশ করেন তিনি। ইলিয়ানার ভাষায়, “আমি জানি না দর্শক আমাকে কতটা মিস করেছেন। তবে এটুকু নিশ্চিত, আমি আমার কাজকে ভীষণ ভালোবাসি। পর্দায় থাকা, ভিন্ন চরিত্রে অভিনয় করা আর প্রতিভাবান মানুষদের সঙ্গে কাজ করার অভাব বড্ড বেশি অনুভব করি। তাই সুযোগ পেলে আবারও নতুন চরিত্রে নিজেকে দেখাতে চাই।”
তবে তিনি জানান, এখনই তাড়াহুড়ো করে শুটিংয়ে ফিরছেন না। ছেলেদের যত্ন নেওয়াকেই আপাতত প্রাধান্য দিচ্ছেন। সেই সঙ্গে শারীরিক ও মানসিকভাবে নিজেকে প্রস্তুত করার জন্যও কিছুটা সময় নিতে চান ইলিয়ানা।