সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রামপাশা এলাকায় ২২ বছর বয়সী মো. আক্কাছ মিয়ার রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আক্কাছ স্থানীয় মো. আব্বাস মিয়ার বড় ছেলে এবং পেশায় রংমিস্ত্রি ছিলেন।
সোমবার (০৮ ডিসেম্বর) সকালে বাড়ির পাশের ধলাই নদীর তীরের কাছে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। সকালে আক্কাছকে খুঁজতে গিয়ে তার ছোট ভাই প্রথমে নদীর পাড়ে রাখা তার বাইসাইকেল দেখতে পান। এরপর আশপাশে অনুসন্ধানের সময় কিছু দূরে আক্কাছের নিথর দেহ চোখে পড়ে। ঘটনাস্থলের পরিস্থিতি স্থানীয়দের মধ্যে মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ তৈরি করেছে।
পরিবারের সদস্যরা জানান,রবিবার রাত ৯টার দিকে ভানুগাছ বাজার থেকে বাড়ি ফেরার আগে আক্কাছ তার বাবার কাছ থেকে ৫০ টাকা নেন। রাত ১০টার দিকে বড় চাচা তাকে সফাত আলী সিনিয়র মাদ্রাসার কাছে দেখতে পান। কিন্তু এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারের লোকজন ফোনে চেষ্টা করলেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
সকালে ঘটনা জানতে পেরে প্রতিবেশী মো. শওকত বক্স জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শেষে মরদেহ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
আক্কাছের মা ফাতই বেগম দাবি করেন, তার ছেলের সঙ্গে আদমপুর এলাকার এক মেয়ের সম্পর্ক ছিল এবং আক্কাছের মোবাইলে ওই মেয়ের ছবি ও পরিচয়সংক্রান্ত তথ্য পাওয়া গেছে। বিষয়টি তদন্তে গুরুত্ব দিচ্ছে পুলিশ।
কমলগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর মো. আমির উদ্দিন জানান,ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে-এটি স্বাভাবিক মৃত্যু,নাকি অন্য কোনো কারণ জড়িত আছে তা নিশ্চিত হওয়া প্রয়োজন।

