বরগুনার সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের দক্ষিণ ইটবাড়িয়া গ্রামে একই ঘর থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে বিষয়টি জানাজানি হলে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
নিহত স্বামী-স্ত্রী দুজন হলেন—স্বপন মোল্লা (৩২) ও তাঁর স্ত্রী আকলিমা (২৭)। স্বপন স্থানীয় খালেক মোল্লার ছেলে এবং পেশায় দিনমজুর। আকলিমা ওই গ্রামের আব্বাস মৃধার মেয়ে। তাঁদের সাদিয়া (৬) ও আফসানা (১) নামে দুই কন্যা সন্তান রয়েছে।
স্বপনের চাচাতো বোন রাজিয়া বেগম জানান, সকালে স্বপনের মেয়ে সাদিয়া তাঁকে ডেকে ঘরে নিয়ে গেলে তিনি আকলিমার গলাকাটা মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন। কিছুক্ষণ পর স্বপনের ঝুলন্ত দেহও ঘর থেকে উদ্ধার হয়।
স্বপনের বড় ভাই কবির মোল্লার ভাষ্য, তাঁর ভাইয়ের কারও সঙ্গে শত্রুতা ছিল না। তবে সংসারে অভাব-অনটন এবং স্বপনের অনিয়মিত কাজ করা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। আকলিমার বাবা আব্বাস মৃধাও ধারণা করছেন, পারিবারিক দ্বন্দ্ব থেকেই এ ঘটনা ঘটতে পারে।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াকুব হোসাইন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পারিবারিক কলহকে কারণ হিসেবে মনে করা হচ্ছে। ঘরটিকে ক্রাইম সিন ঘোষণা করে তদন্ত কার্যক্রম চলছে।

