আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিএনপির উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পৌরশহরের কলেজ পাড়ায় বাঁধন কমিউনিটি সেন্টারের মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নারী সমাবেশে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া -৪ (কসবা-আখাউড়া) সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী বিএনপি’র প্রয়াত চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি মুশফিকুর রহমান।
মুশফিকুর রহমান বলেন, বিএনপির চেয়াপারসন তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ অত্যন্ত সুসংগঠিত। বিএনপি সরকার গঠন করলে আপনাদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও স্বাস্থ্যকার্ড এসব কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
তারেক রহমানের ঘোষিত ৩১ দফার প্রসঙ্গ টেনে তিনি বলেন, আগামী নির্বাচনে জনগণের ভোটে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন করলে ৩১ দফা বাস্তবায়ন করা হবে। এতে নারীদের কর্মসংস্থান ও ক্ষমতায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে নারীর কর্মসংস্থান হবে। সমাজে নারীরা এগিয়ে যাবে। প্রধান অতিথি তার বক্তব্যে উপস্থিত সকল নারীদেরকে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির হাতকে শক্তিশালী করার জন্য আহ্বান জানান।
আখাউড়া উপজেলা মহিলা দলের সাবেক সভানেত্রী জান্নাত পারভীন স্মৃতির সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করে পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন লিটন। এতে আরও বক্তব্য রাখেন, মুশফিকুর রহমানের মেয়ে জামাতা আশফাক জামিল, বড় মেয়ে মুনিরা রহমান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আবুল মনসুর মিশন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাছির উদ্দীন হাজারী, জেলা বিএনপির সদস্য খন্দকার মো. বিল্লাল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি জায়নাল আবেদীন আব্দু, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাহার মিয়া প্রমুখ ।

