চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর ওপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শন শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতায় গেলে পদ্মা ও তিস্তা নদীর পানি বণ্টন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
তিনি বলেন, “যে সরকারই ক্ষমতায় আসুক, দেশের স্বার্থ রক্ষায় জনগণকে সঙ্গে নিয়ে চাপ সৃষ্টি করে দাবি আদায় করাই আমাদের প্রধান দায়িত্ব। নির্বাচিত সরকার না থাকলে এই গুরুত্ব বা শক্তি পাওয়া যায় না। আর জোর করে ক্ষমতা দখল করলে, যেমনটা শেখ হাসিনা করেছেন, তখনও তা সম্ভব হয় না। বিএনপি যদি জনগণের ভোটে দায়িত্ব পায়, তাহলে ফারাক্কা ও তিস্তার পানি ইস্যুতে অগ্রাধিকার দেওয়া হবে।”
পানিবণ্টনসহ সীমান্ত হত্যা ও আঞ্চলিক সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, “পানির হিস্যা, সীমান্তে হত্যার ঘটনা—এসব বিষয়ে আমরা আরও গুরুত্ব দিতে চাই। প্রতিবেশী দেশের দাদাগিরি বন্ধ করা জরুরি। ১৯৭১ সালে ভারত আমাদের সহযোগিতা করেছে, তাই তাদের কাছ থেকে আরও সহযোগিতা প্রত্যাশিত। কিন্তু মোদি সরকার উল্টো চাপ বাড়িয়েছে; সব নিয়ে গেছে, বিনিময়ে কিছুই দেয়নি।”
এর আগে চাঁপাইনবাবগঞ্জে ‘বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ; সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানে আজ শনিবার নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে গণসমাবেশের আয়োজন করে বিএনপি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে মির্জা ফখরুলের।

