ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ‘বিএনপি এখনো ক্ষমতায় আসেনি, অথচ নিজেরা নিজেদের মধ্যে খুনোখুনি শুরু করেছে। যারা নিজেদের লোককেই হত্যা করে, তারা ক্ষমতায় এলে দেশের মানুষ কীভাবে নিরাপদে থাকবে?’
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় মুন্সীগঞ্জ শহরের পুরোনো কাচারি এলাকায় ইসলামী আন্দোলন জেলা শাখার আয়োজিত গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, ‘বিগত সময়ে বিএনপি ও আওয়ামী লীগ—দুই দলই ক্ষমতায় থেকে দেশকে হতাশ করেছে। তারা বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। এবার জনগণ ইসলামী আন্দোলনকে পরীক্ষার সুযোগ দিক।’
‘জুলাই সনদের ভিত্তিতে আগামী সংসদ নির্বাচন, উভয় কক্ষে পিআর পদ্ধতি, রাষ্ট্রসংস্কার ও খুনিদের দৃশ্যমান বিচারের’ দাবিতে এ গণসমাবেশের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মুফতি শাহাদাত হোসেনের সভাপতিত্বে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
