নেত্রকোণা প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা- ৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জাতীয় নির্বাহী কমিটির সদস্য লুৎফুজ্জামান বাবর শুক্রবার নিজ উপজেলা মদনে নির্বাচনী গণসংযোগ ও পথ সভায় যোগদান করেন।
এ সময় আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিভিন্ন পথ সভায় বিশেষ মোনাজাতে অংশ গ্রহণ করেন। মদন পৌরসভার ফচিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়,বুড়াপীর মাজার, জাহাঙ্গীরপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা সহ ৩নং মদন ইউনিয়নের কুলিয়াটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাপাসাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,পরশখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ও ২নং চানগাঁও ইউনিয়নের চকপাড়া, রত্নপুর মাদ্রাসায় নির্বাচনীয় পথ সভায় যোগদান করেন।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান ছন্দন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ,পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদির,উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতিও কাইটাইল ইউপি চেয়ারম্যান আবুতাহের আজাদসহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ গণসংযোগে অংশ গ্রহণ করেন।

