সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল আংশিক) আসনে বিএনপি-জমিয়ত জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাজী মুজিবুর রহমান মুজিবের সঙ্গে মৌলভীবাজার জেলা ও উপজেলা জমিয়তে উলামায়ে ইসলাম নেতৃবৃন্দের এক গুরুত্বপূর্ণ নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) অনুষ্ঠিত এ সভায় বিএনপি ও জমিয়তের কেন্দ্রীয়,জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা অংশ নেন। সভায় নির্বাচনকে ঘিরে সার্বিক প্রস্তুতি,সাংগঠনিক সমন্বয় এবং জোটগতভাবে মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় জমিয়তের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও মৌলভীবাজার জেলা জমিয়তের নির্বাচন মনিটরিং সেলের প্রধান আহ্বায়ক মাওলানা জামিল আহমদ আনসারী। আরও উপস্থিত ছিলেন জেলা জমিয়তের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও নির্বাচন মনিটরিং সেলের সদস্য সচিব মুফতি আশরাফুল হক,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা সউদ বিন জামিল এবং নির্বাচন মনিটরিং সেলের সদস্য মাওলানা মাহদী হাসান কামাল।
এ ছাড়া কমলগঞ্জ উপজেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি শিহাব উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মজিদ আল হোসাইন,সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা ঈমান আলী,সমাজসেবা সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম,উপজেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মুহিবুল আলম মিনহাজ,সহ-সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ,উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি আব্দুল করিম সালমান,জেলা ছাত্র জমিয়তের প্রচার সম্পাদক সা’দ বিন জামিলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
বিএনপির পক্ষ থেকে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৪ আসনের বিএনপি-জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাজী মুজিবুর রহমান মুজিব। তাঁর সঙ্গে আরও উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা বিএনপির নির্বাচনী প্রধান সমন্বয়ক ও জেলা বিএনপির সদস্য মো. দুরুদ আহমদ,কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন,শ্রীমঙ্গল উপজেলা যুবদলের নেতা ওয়াহিদ আহমদ এবং কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফয়সল আহমদ।
সভায় বক্তারা বলেন,দলীয় ও জোটগত সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে মৌলভীবাজার-৪ আসনে বিএনপি ও জমিয়তের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা মনে করেন,সমন্বিত প্রচেষ্টা,তৃণমূলের সক্রিয় অংশগ্রহণ এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই জোট প্রার্থীর বিজয় নিশ্চিত করা সম্ভব।
মতবিনিময় সভা শেষে নেতৃবৃন্দ নির্বাচনী মাঠে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

