এম.শাহীন আল আমীন, জামালপুর জেলা প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামালপুর-২ (ইসলামপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এ. ই সুলতান মাহমুদ বাবু গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন। ২৬ জানুয়ারি সোমবার দিবগত রাতে ইসলামপুর প্রেসক্লাব মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়।
ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান মোরাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ধানের শীষের প্রার্থী আলহাজ এ, ই সুলতান মাহমুদ বাবু। মতবিনিময় কালে তিনি তার নির্বাচনী কর্মপরিকল্পনা তুলে ধরেন। সুলতান মাহমুদ বাবু বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের হারানো ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপি এই নির্বাচনে অংশ নিচ্ছে। একটি সুখী-সমৃদ্ধ ও বৈষম্যহীন আধুনিক ইসলামপুর গড়তে বদ্ধপরিকর। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে এবং জনমতের সঠিক প্রতিফলন ঘটাতে তিনি গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ ও সাহসী ভূমিকা পালনের আহ্বান জানান।
এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং উপজেলার অবকাঠামো ও সামাজিক উন্নয়নে তার ভবিষ্যৎ রূপরেখা ব্যক্ত করেন। ইসলামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, আলহাজ নুরুল ইসলাম নবাব, নবী নেওয়াজ খান লোহানী বিপুল, আবির আহম্মেদ বিপুল মাস্টার, নাজিম হোসেন নোমান,
আওয়াল খান লোহানী, নাহিদা আক্তার খানম সুলেখা।
অনুষ্ঠানে প্রেসক্লাবের সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী, খাদেমুল হক বাবুল, লিয়াকত হোসাইন লায়নসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় সাংবাদিকরা একটি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন।

