মোঃ সায়েদুর রহমান, স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের শিবালয় উপজেলা যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে দিন ব্যাপি নানা কর্মসূচি গ্রহন করা হয়েছে।
মঙ্গলবার(২৮অক্টোবর) সকাল ১০ টায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিবালয় উপজেলার আরিচা ঘাট উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে হতদরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়া দিন ব্যাপী নানা কর্মসূচির মধ্যে স্বেচ্ছায় রক্তদান, বৃক্ষ রোপণ, রেলী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শিবালয় উপজেলায় এ মানবিক কর্মসূচিতে স্থানীয় অসহায় ও দরিদ্র শত শত মানুষ স্বতঃস্ফূর্তভাবে চিকিৎসা সেবা নিতে আসেন।
এ সময় চিকিৎসা নিতে আসা স্থানীয় আয়শা বেগম বলেন আমরা টাকার অভাবে ভালো চিকিৎসা পাই না যুবদলের পক্ষ থেকে ফ্রি এই চিকিৎসা সেবা দিয়ে আমাদের অনেক উপকারিতা করেছেন। যুবদলের সহযোগিতায় চিকিৎসা সেবা প্রদানকালে উপস্থিত নেতৃবৃন্দ বলেন অভিজ্ঞ চিকিৎসক দ্বারা এই চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে, আগামীতে এভাবেই অসহায় মানুষের পাশে থেকে সেবা করে যাবে উপজেলা যুবদল।
অনুষ্ঠানে শিবালয় উপজেলা যুবদলের আহ্বায়ক হোসেন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সত্যেন কান্ত পন্ডিত ভজন, শিবালয় উপজেলা বিএনপির সভাপতি রহমত আলী লাভলু বেপারী, সাধারণ সম্পাদক হাজী মিজানুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন, জেলা যুবদল যুগ্ন-আহ্বায়ক মোস্তাফিজুর রহমান প্রিন্স, যুগ্ন- আহবায়ক আব্দুল মোমিন, স্বে্চ্ছাসেবক দলের আহবায়ক শহীদুল ইসলাম, যুবদল যুগ্ম আহবায়ক মোঃ উজ্জল ফকির, এ্যাডভোকেট শহীদুল ইসলাম প্রমুখ।
এছাড়াও শিবালয় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় নেতারা বলেন, শিবালয় উপজেলা যুবদল সদস্য সচিব সোহেল রানা বলেন,“যুবদল শুধু রাজনৈতিক সংগঠন নয়, এটি মানুষের সেবায় নিবেদিত একটি সামাজিক শক্তি।”







