বিশ্বখ্যাত আইটি ও ইঞ্জিনিয়ারিং স্কিল ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান এপটেক গ্লোবাল এবং ক্যাড সেন্টার-এর বাংলাদেশভিত্তিক মাস্টার ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশ ফাউন্ড্রি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (বিএফইডাবলু টিটিসি) এবং ইউনাইটেড কলেজ অব এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট (ইউসিএএসএম)-এর মধ্যে “দক্ষতা ও জ্ঞানভিত্তিক শিক্ষা বিনিময়” বিষয়ক এক দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি গত ৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাজধানীর উত্তরাস্থ ইউসিএএসএম ক্যাম্পাস ভবনে আয়োজিত হয়। এতে উপস্থিত ছিলেন বিএফইডাবলু টিটিসির প্রোপ্রাইটর ও ক্যাড সেন্টার–এপটেক বাংলাদেশের সিইও জনাব হাসান তারিক, ইউসিএএসএম-এর নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ আলী, অধ্যক্ষ অব. কমোডর এম আনোয়ারুল হক, ক্যাড সেন্টার–এপটেক বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার কেএইচ সাইফ উল হুদা, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো. হাফিজউদ্দিন মুন্নাসহ ইউসিএএসএম-এর বিভিন্ন অনুষদের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
চুক্তি অনুযায়ী, এপটেক বাংলাদেশ ও ক্যাড সেন্টারের আন্তর্জাতিক মানসম্পন্ন কারিকুলামের মাধ্যমে ইউসিএএসএম শিক্ষার্থীরা “দক্ষতা ও জ্ঞানভিত্তিক শিক্ষা বিনিময়” কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পাবে।
উভয় প্রতিষ্ঠানের নেতৃত্ববৃন্দ মনে করেন, দক্ষতা ও প্রয়োগমুখী এই ধরনের শিক্ষা কার্যক্রম বাংলাদেশের শিক্ষার্থীদের বিশ্বমানের দক্ষতা অর্জনে সহায়ক হবে এবং আন্তর্জাতিক পর্যায়ে ক্যারিয়ার গড়ার সুযোগ সৃষ্টি করবে।
উল্লেখযোগ্য যে, এপটেক গ্লোবাল গত ৪৯ বছর ধরে বিশ্বের ৪০টিরও বেশি দেশে আইটি, সফটওয়্যার ও কম্পিউটার শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি, ক্যাড সেন্টার গত ৩৭ বছর ধরে ৩৫টিরও বেশি দেশে প্রকৌশলীদের জন্য সফটওয়্যারভিত্তিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিচ্ছে। এ পর্যন্ত দুটি প্রতিষ্ঠান মিলিয়ে বিশ্বব্যাপী প্রায় ১ কোটি শিক্ষার্থীকে প্রশিক্ষণ প্রদান করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে।