দুর্গাপূজা উপলক্ষে লালমনিরহাট জেলার সীমান্ত সংলগ্ন এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর অংশ হিসেবে বুধবার সন্ধ্যায় ১৫ বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান সরেজমিন পরিদর্শন করেন মোগলহাট ইউনিয়নের হরিবাসর সার্বজনীন দুর্গা মন্দির ও দুরাকুটি দক্ষিণপাড়া সার্বজনীন দুর্গা মন্দির।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকার ৮ কিলোমিটারের মধ্যে রয়েছে ১৪৫টি পূজামণ্ডপ। এসব মণ্ডপে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং কড়া নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানান ব্রিগেডিয়ার জাহিদুর রহমান।
তিনি আরও বলেন, “পূজামণ্ডপ এলাকায় যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। প্রতিমা বিসর্জন পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।”







