বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা সভাপতি খায়রুল কবির খোকন জানিয়েছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং চিকিৎসা পরীক্ষা-নীরিক্ষা চলমান রয়েছে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শুক্রবার বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনবারের সাবেক প্রধানমন্ত্রীকে প্রয়োজনীয় সব চিকিৎসা সুবিধা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন এবং দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।
এদিন রাতে প্রধান উপদেষ্টার নির্দেশে আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং বিশেষ সহকারী মনির হায়দার হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থা খোঁজখবর নেন।
এছাড়া জাতীয় নাগরিক পার্টির তিন সদস্যের প্রতিনিধি দলও বিএনপির চেয়ারপারসনকে দেখতে হাসপাতালে যান। প্রতিনিধি দলে ছিলেন—সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
৮০ বছর বয়সী খালেদা জিয়া ২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণ ও হৃদযন্ত্রের সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হন। বর্তমানে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সিসিইউতে তার চিকিৎসা চলমান এবং নিয়মিত নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

