বিপিএলের ঢাকা পর্বে নির্ধারিত ম্যাচ স্থগিত হওয়ায় মাঠে এসে হতাশ হয়ে ফেরা দর্শকদের জন্য স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকা দুটি ম্যাচ বাতিল হওয়ায় ওই দিনের টিকিট কেনা দর্শকদের সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বিসিবি জানায়, স্থগিত হওয়া ম্যাচগুলোর টিকিটের টাকা দর্শকদের ফেরত দেওয়া হবে।
বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের সাম্প্রতিক ঘটনায় ক্রিকেটারদের দেওয়া আলটিমেটামের কারণে বিপিএল ঢাকা পর্বের খেলা নির্ধারিত সময় অনুযায়ী শুরু করা সম্ভব হয়নি। ফলে ১৫ জানুয়ারির দুটি ম্যাচ মাঠে গড়ায়নি। এতে আগে থেকেই টিকিট কেটে মাঠে উপস্থিত হওয়া দর্শকদের খেলা না দেখেই ফিরে যেতে হয়।
এই পরিস্থিতিতে দর্শকদের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে বিসিবি সিদ্ধান্ত নিয়েছে, ১৫ জানুয়ারির ম্যাচের জন্য যারা টিকিট কিনেছিলেন তারা টিকিটের পুরো অর্থ ফেরত পাবেন।
বিসিবির পক্ষ থেকে জানানো হয়, পরিবর্তিত সূচি অনুযায়ী ১৫ জানুয়ারির ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি, ১৬ জানুয়ারির ম্যাচগুলো হবে ১৭ জানুয়ারি এবং ১৭ জানুয়ারির ম্যাচগুলো মাঠে গড়াবে ১৮ জানুয়ারি।
তবে ১৬ জানুয়ারির ম্যাচের জন্য যারা আগে থেকেই টিকিট কিনে রেখেছেন, তারা সেই টিকিট দিয়েই ১৬ জানুয়ারির খেলা উপভোগ করতে পারবেন। অন্যদিকে ১৭ ও ১৮ জানুয়ারির ম্যাচ দেখতে চাইলে দর্শকদের নতুন করে টিকিট সংগ্রহ করতে হবে।
বিসিবি আরও জানায়, ১৫ জানুয়ারির টিকিট কেনা দর্শকরা টিকিটের অর্থ ফেরত পেতে www.gobcbticket.com.bd/en
ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন অথবা সহায়তার জন্য +৮৮০ ৯৬০৬-৫০১২৩১ নম্বরে যোগাযোগ করতে পারবেন।
বিপিএলের মতো জনপ্রিয় টুর্নামেন্টে ম্যাচ বাতিল হওয়ায় দর্শকদের মধ্যে যে হতাশা তৈরি হয়েছিল, বিসিবির এই সিদ্ধান্তে তা অনেকটাই কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
