বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম-এর বক্তব্য ঘিরে দেশের ক্রিকেটাঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে। গত বৃহস্পতিবার বিসিবি অনেক চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হয়। পরে রাতের সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু জানান, কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পরও নাজমুলের কোনো সাড়া পাওয়া যায়নি। ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও তিনি শোকজের জবাব দেননি।
মিঠু জানিয়েছেন, বিসিবি কর্তৃপক্ষ নির্ধারিত ৪৮ ঘণ্টার মধ্যে জবাব না পেলে গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, “তাকে (বিসিবি পরিচালক নাজমুল) তার কমিটি (অর্থ কমিটির চেয়ারম্যান) থেকে অপসারণ করা হয়েছে। আমরা তো গঠনতন্ত্রের অধীনে চলি। প্রক্রিয়া অনুযায়ী তাকে শোকজ করা হয়। এজন্য সময় দেওয়া হয়েছে ৪৮ ঘণ্টা। সেই সময়সীমা ১৭ জানুয়ারি দুপুরে শেষ হবে, তার জবাব দেওয়ার সুযোগ ততক্ষণ পর্যন্ত।”
নিয়ম অনুযায়ী শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে শোকজের জবাব দেওয়ার সময় শেষ হয়েছে। তবে বিসিবি সূত্রে জানা গেছে, এখনও নাজমুল কোনো জবাব দেননি।
পটভূমি হিসেবে, বুধবার (১৪ জানুয়ারি) তিনবারের প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মরণে বিসিবির দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণের পর ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন নাজমুল। তিনি বলেন, “ওরা (ক্রিকেটাররা) গিয়ে যদি কিছুই না করতে পারে, তাহলে ওদের পেছনে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাইছি নাকি!”
এছাড়া আরেক প্রশ্নের জবাবে নাজমুল আরও বলেন, “আমরা যে ওদের পেছনে এত খরচ করছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারছে না। আজ পর্যন্ত আমরা একটাও বৈশ্বিক অ্যাওয়ার্ড পেয়েছি? কোনো একটা জায়গায় আমরা কতটুকু কী করতে পারছি? আমরা তাহলে তো প্রত্যেকবারই বলতে পারি, তোমরা খেলতে পারনি, তোমাদের পেছনে যা খরচ করেছি, এটা এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি, ফেরত দাও।”

