গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ঢাকা–খুলনা মহাসড়কে অর্ধ ঘণ্টা যান অবরোধ করে বিক্ষোভ করেছেন কিছু ছাত্রলীগ কর্মী।
সোমবার (১৭ নভেম্বর) সকাল আটটার দিকে উপজেলার তিলছড়া বাজার এলাকায় গাছের গুঁড়ি মহাসড়কে ফেলে তারা বিক্ষোভ শুরু করেন। এতে দূরপাল্লার বাসসহ অন্যান্য যানবাহন আটকে যায় এবং পথচারী ও যাত্রীদের ভোগান্তি হয়।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষোভকারীরা পালিয়ে যায়। পরে গাছের গুঁড়ি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

