মোঃ আব্দুল কুদ্দুস,
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে জ্বিন হাজির করে চিকিৎসা দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে বেবি খাতুন নামে এক ভন্ড কবিরাজ।
উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের চরনারুয়া গ্রামে এমন আস্তানা খুলে বসেছে বেবি খাতুন নামে এক ভন্ড কবিরাজ। দেন বিভিন্ন রোগের চিকিৎসা। টিউমারের অপারেশনেও করেন তিনি, অথচ নেই কোন প্রাতিষ্ঠানিক সনদ। সপ্তাহে তিনদিন রোগী দেখে জ্বিন হাজির করে চিকিৎসা দেন এবং টিউমার অপারেশন করেন। এভাবেই তিনি মানুষের সাথে প্রতারণা করে হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা। কেউ প্রতিবাদ করতে গেলে তাদের প্রতিরোধ করার জন্য রয়েছে ভন্ড কবিরাজের পেটুয়া বাহিনী। প্রতিবাদ করতে গেলে হামলা মারপিটের শিকার হতে হয়। সাংবাদিকরা তথ্য সংগ্রহের জন্য গেলে সাংবাদিকদের উপরও চড়াও হয়। ভিডিও ধারনে বাধা দেওয়া হয়। জ্বিন হাজির করে চিকিৎসা দেওয়ার নাম করে বছরের পর বছর ধরে মানুষের সাথে প্রতারণা করে আসলেও তার বিরুদ্ধে নেওয়া হয়নি কোন আইনানুগ ব্যাবস্থা। তাইতো তিনি কাচা টাকার জোরে এমন বেপরোয়া হয়ে উঠছে বলে ধারনা সচেতন মহলের। নাম প্রকাশ্যে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি জানান, বেবি খাতুন দীর্ঘদিন ধরে জ্বিন হাজির করে চিকিৎসা দেওয়ার নামে সাধারণ মানুষের সাথে এমন প্রতারণার জাল বিস্তার করেছে।
প্রতিদিন শতশত মানুষ আসে ভন্ড কবিরাজ বেবি খাতুনের কাছে। জ্বিন হাজির করে চিকিৎসা দেওয়ার নামে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। তার এহেন কর্মকাণ্ডের বিরুদ্ধে যেন কেউ প্রতারণা করতে না পারে সেজন্য রয়েছে তার নিজস্ব একটি পেটুয়া বাহিনী। প্রতিবাদ করলেই হামলা মারপিটের শিকার হওয়ার ভয়ে মুখ খুলতে সাহস পায় না অনেকেই। তাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান বলেন, আমি বিষয়টি শুনেছি এ ধরণের কিছু হয়ে থাকলে আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে।