মহেশপুর(ঝিনাইদহ)সংবাদদাতা :
ঝিনাইদহের মহেশপুরে পুর্ব শ্ত্রুতার জের ধরে এক কৃষকের প্রায় ২ হাজার ড্রাগন গাছ কেটে সাবার করে দিয়েছে
প্রতিপক্ষরা। সোমবার রাতে উপজেলার মালাধরপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। এতে ঐ কৃষকের ৫-৬ লাখ টাকার ক্ষতিহয়েছে।
স্থানীয়রা জানায়, ওই গ্রামের বেলতলা মাঠে কৃষক ইদ্রিস আলী তিন বছর আগে ২০ শতক জমিতে ড্রাগন ফলের আবাদ করেছিলেন। কিছুদিন আগে বাগান থেকে কিছু ড্রাগন ফল বিক্রিও করেছেন তিনি। সোমবার রাতে তার বাগানের সব ড্রাগন গাছ কেটে দিয়েছে দুর্বত্তরা।
পাশের জমির কৃষক আবু তাহের জানান,দীর্ঘদিন ধরে আজমপুর গ্রামের মজিবর ও ইদ্রিসের পরিবারর সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো । মাঝে মধ্যে একে অপরের ক্ষতি করেন তারা। কৃষক শাহবুদ্দিন ও আলী হোসেন জানান,ইদ্রিস ও মুজিবরের মধ্যে জায়গা জমি নিয়ে ঝামেলা দীর্ঘদিনের। কেউ এটা মিটিয়ে দিচ্ছে না, কিছু দিন পরপর এরা একে অন্যেও ক্ষকি করে। তারা আরও জানান এটা তো আর সমাধান না,ফসলের ক্ষতি করে নিজেরা ক্ষতি গ্রস্ত হচ্ছে। এ বিষয়টি সমাধান হওয়া প্রয়োজন।
ক্ষতিগ্রস্থ কৃষক ইদ্রিস আলীর দাবি, জমি নিয়ে আজমপুর গ্রামের মজিবর ও তার পরিবারের সাথে দীর্ঘদিন ধরে তার
বিরোধ চলে আসছে। এর আগে গেল ১৫ নভেম্বর এক বিঘা ড্রাগন বাগান কেটে দিয়েছিল তারা। ২ হাজার ড্রাগন
গাছ কেটে দেওয়ায় তার প্রায় ৫-৬ লাখ টাকা ক্ষতি হয়েছে।
এ বিষয়ে মজিবরের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন ক্ষতিগ্রস্থ কৃষকসহ স্থানীয়রা।
মহেশপুরে ঋণের চাঁপে প্রবাসীর আত্মহত্যা
মহেশপুর(ঝিনাইদহ)সংবাদদাতা :
ঝিনাইদহের মহেশপুরে ঋনের চাঁপে গোলাম মাওলা নামে এক প্রবাসী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার
সকালেমহেশপুর উপজেলার শিবানন্দপুর ঈদগাহ মাঠের পাশের একটি গাছ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত
প্রবাসী উপজেলার নাটিমা ইউনিয়নের কুড়িপোল চেয়ারম্যান পাড়ার মুসাবিদ মোল্লার ছেলে।
নিহতের ভাইপো শামীম জানান, আমার চাচা ৭/৮ মাস আগে বিদেশ থেকে কাজ না পেয়ে বাড়ীতে ফিরে আসেন।
অনেক টাকা ঋণ হয়ে যায়। ওই ঋণ শোধ করতে জমিও বিক্রি করেছেন। তবুও ঋণ শোধ হয়নি। যে কারণে কিছুদিন ধরে
মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। মঙ্গলবার সকালে কৃষকরা মাঠে যাওয়ার সময় ঈদগাহের পাশে তার লাশ ঝুলতে দেখে
পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করেন।
মহেশপুর থানার সেকেণ্ট অফিসার এসআই আসাদ জানান, লাশ উদ্ধার করে ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে। এ
ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
জিয়াউর রহমান জিয়া
মহেশপুর , ঝিনাইদহ
০১৭১১১৪৮৮৪৪