নেত্রকোণা প্রতিনিধি ঃনেত্রকোণা কেন্দুয়ায় ভাগ্নের লাঠির আঘাতে মামা খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নওপাড়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নওপাড়া গ্রামের সেলিম মিয়ার ছেলে মাজহারুল (২০) পারিবারিক কলহে প্রায় সময়ই তার মা মাজেদা খাতুনকে মারধর করতো। গতকাল মঙ্গলবার ছেলে মাকে মারধর করে। মা মাজেদা ছেলে অত্যাচার সহ্য করতে না পেরে পাশের গ্রাম পোড়াবাড়ি বাপের বাড়ি গিয়ে ভাই কাঞ্চন মিয়া (৬০) এর নিকট বিচার দেয়। ঐ দিন বিকালে মামা বোনের বাড়ি এসে ভাগ্নে মাজহারুলকে শাসন করতে। এতে ভাগ্নে ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে মামা কাঞ্চন মিয়ার মাথা আঘাত করলে, সে মাটিতে লুটিয়ে পরে। প্রতিবেশিরা আহত কাঞ্চন কে উদ্ধার করে চিকিৎসা জন্য উপজেলা হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা গুরুত্বর হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মমকে হাসপাতালে তার মৃত্যু হয়।
কেন্দুয়া থানা ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। অভিযুক্ত ভাগ্নে মাজহারুল পলিয়ে গেছে। তাকে আটকের জন্য পুলিশ তৎপর রয়েছে।
নুরুল হক রুনু