(জয়পুরহাট) জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের বিআরটিএ কর্তৃপক্ষের সমন্বয়ে উপজেলা সদর থেকে সুলভে মোটরসাইকেল চালকদের ড্রাইভিং লাইসেন্স প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত। নিজ উদ্যোগে আগামী ৯, ১০ ও ১১ ফেব্রুয়ারী সকাল ১০টা হতে উপজেলা চত্বরে এ ক্যাম্পেইনের আয়োজন করেছেন তিনি।
উক্ত ক্যাম্পেইন সফল করতে ৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে পরিষদের সিএ এসএম শওকত এর সঞ্চালনায় সকল দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, জনপ্রতিনিধ, ঈমাম, সাংবাদিক, দলীয় নেতাকর্মী, শিক্ষক ও সুধী জনদের সাথে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
এসময় উপস্থিত ছিলেন, ক্ষেতলাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিন্নাত আরা। ওসি আরিফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুর রহমান, উপজেলা প্রকৌশলী রাশেদ ইমরান, ক্ষেতলাল বিএম কলেজের অধ্যক্ষ আলী হাসান মুক্তা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পৌর বিএনপি নেতা তৈয়বর রহমান, উপজেলা জামায়াত নেতাসহ ক্ষেতলাল প্রেসক্লাবের সভাপতি আ ন ম রুহুল আমিন, সাধারণ সম্পাদক হাসান আলী প্রমুখ।
জয়পুহাট বিআরটিএ কর্তৃপক্ষের বরাত দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, লাইসেন্স সেবা গ্রহণে আগ্রহী ব্যক্তির বয়স সর্বনিম্ন ১৮ বছর ও তাকে সর্বনিম্ন ৮ম শ্রেণি পাশ হতে হবে। লাইসেন্স নিতে তাকে জাতীয় পরিচয়পত্রের এক কপি ফটোকপি, রঙ্গিন পাসপোর্ট ২ কপি ছবি, বিদ্যুৎ বিলের ফটোকপি, লার্নার ফি বাবদ পাঁচশত পচিশ টাকা জমা দিয়ে সেবা নিতে হবে।