সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর চা বাগানের পাশে গলা ও হাতের কবজি কাটা অবস্থায় পূর্ণিমা রেলী (১২) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় চা বাগানের ১১ নম্বর সেকশনের দুই টিলার মধ্যবর্তী স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত পূর্ণিমা শমসেরনগর চা বাগানের ৬ নম্বর টিলার চা শ্রমিক আপারাও রেলীর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়,’গত বুধবার বিকেলে গরু খুঁজতে বের হয় পূর্ণিমা। কিন্তু সন্ধ্যার পরও বাড়ি না ফেরায় পরিবারের সদস্য ও এলাকাবাসী তাকে খুঁজতে বের হন। তবে কোনো সন্ধান না পাওয়ায় তারা উদ্বিগ্ন হয়ে পড়েন’।
পরদিন সকালে বাগানের শ্রমিকরা কাজে যাওয়ার সময় ১১ নম্বর সেকশনের দুই টিলার মাঝখানে গলা ও হাতের কবজি কাটা অবস্থায় পূর্ণিমার রক্তাক্ত লাশ দেখতে পান। খবর পেয়ে শমসেরনগর পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,’পূর্ণিমার মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে’।
তিনি আরও বলেন,’ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে’।
স্থানীয়দের দাবি,দ্রুত অপরাধীদের শনাক্ত করে কঠোর শাস্তির আওতায় আনা হোক।