সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রথমবার ধান দিয়ে তৈরি ২১ ফুট উচ্চতার সরস্বতী প্রতিমা জেলার সকলের দৃষ্টি আকর্ষণ করেছ।
কৃষি ও সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন ঘটল এবারের সরস্বতী পূজায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। উপজেলার ‘লালবাগ যুব কিশোর সংঘ”-এর উদ্যোগে (গোসাইবাড়ি রোড,লালবাগ আ/এ)- তে গড়ে তোলা হয়েছে ২১ ফুট উচ্চতার সরস্বতী প্রতিমা,যা সম্পূর্ণ ধান দিয়ে নির্মিত। বাংলাদেশে এই প্রথম এত বড় ধানের প্রতিমার আয়োজন করা হলো।
প্রায় ৫০ কেজি ধান,খড়,গাম ও অন্যান্য উপকরণ দিয়ে তৈরি প্রতিমাটি নির্মাণে সময় লেগেছে এক মাস। প্রতিমাটি তৈরি করেছেন শিল্পী উদয় পাল ও গৌর পাল।
মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারী) উদয় পাল জানান, প্রতিমার নির্মাণকাজ শুরু হওয়ার পর থেকেই মানুষের কৌতূহল ছিল প্রবল,আর পূজার দিনে সেই আগ্রহ রূপ নেয় উপচে পড়া ভিড়ে।
এ বছর ছিলো লালবাগ যুব কিশোর সংঘের ২৫তম পূজার আয়োজন। তাদের ২৫তম বার্ষিকী স্মরণীয় করে রাখতে আয়োজকরা ছয় মাস আগে থেকেই নতুন কিছু করার পরিকল্পনা নেন।
সংঘের সভাপতি কৌশিক দত্ত বলেন,“আমরা এমন কিছু করতে চেয়েছিলাম,যা আগে কখনো হয়নি। শেষ পর্যন্ত ধানের প্রতিমার পরিকল্পনা করি। প্রতিমাটি শুধু উঁচু নয়,শৈল্পিকভাবেও অনন্য করে গড়ার চেষ্টা করেছি।”
প্রতিমা তৈরিতে খরচ হয়েছে প্রায় ৭০ হাজার টাকা। আয়োজকদের মতে,দর্শনার্থীদের অভূতপূর্ব সাড়া পাওয়ায় এই প্রচেষ্টা সার্থক হয়েছে।
সোনার মতো ঝলমলে ধানের প্রতিমাটি দেখতে আসা তিমির বণিক বলেন,”শ্রীমঙ্গলে এত উঁচু ও ব্যতিক্রমী প্রতিমা আগে কখনো দেখিনি। শিল্পীরা এত সূক্ষ্মভাবে ধান বসিয়ে প্রতিমাটি তৈরি করেছেন,যেন এটি সোনার প্রলেপ দেওয়া।”
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ,(শ্রীমঙ্গল উপজেলা শাখার) যুগ্ম সাধারণ সম্পাদক সুদীপ দাশ জানান,’এবার উপজেলায় তিন শতাধিক মণ্ডপে সরস্বতীপূজা উদযাপিত হয়েছে। তবে ধানের প্রতিমাটি এবারের পূজার বিশেষ আকর্ষণ হয়ে উঠে’।
শিল্প,সৃজনশীলতা ও ঐতিহ্যের অপূর্ব সংমিশ্রণে ধানের প্রতিমা শুধু পূজার অংশ নয়,বরং এটি শ্রীমঙ্গলের সাংস্কৃতিক ইতিহাসে এক স্মরণীয় নিদর্শন হয়ে থাকবে।