মুস্তাকিম আহমেদ মুস্তাক,সিলেট
কলেজ পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানির পর প্রতিবাদ করায় বখাটে কতৃক লাথি মেরে গর্ভবতী মায়ের পাঁচ মায়ের যমজ সন্তান হত্যাকান্ডের ঘটনায় জড়তিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে।
রবিবার দুপুরে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সংক্ষুদ্ধ নাগরিক বাসীর আয়োজনে ওই মানববন্ধন কর্মসুচী পালিত হয়।
উপজেলার ইসলামপুর পয়েন্টে মানববন্ধন চলাকালে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, উপজেলার ইসলামপুর গ্রামের সুবিধাবঞ্চিত পরিবারের কলেজ পড়–য়া ছাত্রীকে যৌন হয়রানি করে আসছিলো একই গ্রামের প্রভাবশালী দ্বীন ইসলামের বিবাহিত ছেলে ইয়াকুল ইসলাম। যৌন হয়রানি অপহরণ শংঙ্কায় ওই ছাত্রী বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়ে আত্বীয়ের বাড়িতে থেকে লেখা পড়া চালিয়ে যাচ্ছিল।
২০২৪ সালের ১৯ জুলাই ওই ছাত্রী গ্রামের বাড়িতে আসলে ওই রাতে ছাত্রীকে অপহরণ চেষ্টা চালায় গ্রামের দ্বীন ইসলামের বখাটে পুত্র ইয়াকুল ও তার সহযোগিরা। বাঁধা দিতে এলে ছাত্রীর পাঁচ মাসের অন্ত:স্বত্বা মাকে মারপিটের পর তলপেথে লাথি মেরে রক্তার্থ করা হয়।
পরদিন জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক জানান লাথির আঘাতে অতিরিক্ত রক্ষক্ষরণে গর্ভে থাকা পাঁচ মাসের যমজ শিশু সন্তান নিহত হয়েছে গর্ভে থাকা অবস্থায়।
এ ঘটনায় ওই বছরের ৩ আগষ্ট বখাটে ইয়াকুল সহ তিন জনকে অভিযুক্ত করে আমল গ্রহনকারী জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত সুনামগঞ্জ(বিশ্বম্ভরপুর জোন) মামলা দায়ের করেন কলেজ ছাত্রীর মা।
মামলা দায়েরের পর তদন্তের নামে গরিমসি করে গেল কয়েকমাস অতিবাহিত হলেও কার্যত থানা পুলিশ তদবীরের মুখে অভিযুক্তদের ব্যাপারে কোন রকম তদন্ত বা আইনি ব্যবস্থাই নেনয়নি থানা পুলিশ।
আদালতে মামলা করে উল্টো বিপাকে পড়ে নানা হুমকি-ধামকী ও ফের অপহরণ শংঙ্কায় দিনানিপাত করছেন সুবিধাবঞ্জিত বঞ্চিত দরিদ্র পরিবারের সদস্যরা।
মানববন্ধনে বক্তারা অভিযুক্তদের আইনের আওতায় নিয়ে আসা ও দ্রৃত গ্রেফতারের দাবি জানান।
এ সময় বক্তব্য রাখেন,ইসলামপুর গ্রামের এমদাদুল হক,শামসুন্নাহার বেগম,সাবেক ইউপি সদস্য আফজাল উদ্দিন কাজল, আব্দুর রাজ্জাক, জহির হোসেন, আবুল কালাম, আবুল হাসেম সহ এলাকার নানা শ্রেণি পেশার মানুষজন ।
সিলেট।।-০২-০২-২৫
প্রবণতা
- সদরপুরে সাবেক সংসদ সদস্য উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
- নলছিটিতে মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান
- গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের উদ্যোগে মাদ্রাসার এতিমদের নিয়ে দুপুরের খাবার খেলেন ইউএনও।
- নলছিতে আগুনে বসতঘর পুড়ে যাওয়া পরিবারকে উপজেলা প্রশাসনের সহযোগিতা
- ঠাকুরগাঁওয়ে হঠাৎ পেট্রোল পাম্প বন্ধ, ভোগান্তিতে জনসাধারণ
- ইউপি সদস্য জোব্বার হত্যার আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পালিত
- ডোজার মিছিল নিয়ে ধানমন্ডির অভিমুখে ছাত্র-জনতা?
- চরভদ্রাসন বাজার এবং আমিরের ব্রিজ বাজারে মোবাইল কোর্টের অভিযান