বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় তিন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। শনিবার (১ ফেব্রুয়ারী) রাত ১০ টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের মেম্বার গট্টি নামক এলাকায় সালথা-ফরিদপুর সড়কের উপর থেকে অটোরিক্সা ছিনতাইকালে তিনজনকে আটক করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে যানাযায়, গতকাল শনিবার রাত ১০ টার দিকে মেম্বারগট্টির কাছাকাছি আগুলদিয়া ব্রিজের কাছ থেকে এক ব্যাক্তির চিৎকার শুনতে পায় স্থানীয় লোকজন।পরে লোকজন এগিয়ে এসে একটি ব্যাটারি চালিত অটোরিকশাসহ ছিনতাইকারীদের ঘিরে ফেলে। এই খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে সালথা থানা পুলিশ তিন ছিনতাইকারীসহ অটো রিক্সাটি উদ্ধার করে সালথা থানায় নিয়ে আসে।
উল্লেখ্য, বিগত দিনে এই স্থানটিতে কয়েকবার ছিনতাই এর ঘটনা ঘটেছে বলে জানান এলাকাবাসী।
আটককৃতরা হলেন, রাজশাহী জেলার বেলপুকুর থানার জয়পুর উত্তর জামিরা গ্রামের ইয়াকুব আলীর ছেলে বিপ্লব আলী (৩৫), সালথা উপজেলার কামাইদিয়া গ্রামের নুরুদ্দিন মোল্যার ছেলে আঃ আজিজ মোল্যা (৩৫) ও একই উপজেলার সোনাপুর ইউনিয়নের রায়ের চর গ্রামের আহাদ আলীর ছেলে রকিবুল (২৩)।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমান বলেন, শনিবার রাতে অটোরিক্সা ছিনতাই করার সময় মেম্বার গট্টি এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় তিন ছিনতাইকারীকে অটোরিক্সাসহ আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। এছাড়াও আটককৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জনান তিনি।
বিধান মন্ডল
সালথা ফরিদপুর